Published on রবীন্দ্র রচনাবলী (https://www.xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


শিশু ভোলানাথ -ঘুমের তত্ত্ব,২
শিশু ভোলানাথ

           উঠবে চক্ষু মেলি

সেদিন তোমার ঘরে হবে

          বিষম ঠেলাঠেলি।

নাপিত ভায়া, শেয়াল ভায়া,

           ব্যাঙ্গমা বেঙ্গুমী

ভিড় ক’রে সব আসবে যখন

          কী যে করবে তুমি!

তখন তুমি ঘুমিয়ে পোড়ো

          আমিই জেগে থেকে

নানারকম খেলায় তাদের

          দেব ভুলিয়ে রেখে।

তার পরে যেই জাগবে তুমি

          লাগবে তাদের ঘুম,

তখন কোথাও কিচ্ছুই নেই

          সমস্ত নিজ্‌ঝুম।