Published on রবীন্দ্র রচনাবলী (https://www.xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


স্ফুলিঙ্গ- ৪
স্ফুলিঙ্গ
নিখিলের আলো পূর্ব-আকাশে
      জ্বলিল পুণ্যদিনে—
এক পথে যারা চলিবে তাহারা
      সকলেরে নিক চিনে।

 

   ১৩

 

অবোধ হিয়া বুঝে না বোঝে,
      করে সে এ কী ভুল—
তারার মাঝে কাঁদিয়া খোঁজে
      ঝরিয়া-পড়া ফুল।

 

   ১৪

 

অমলধারা ঝরনা যেমন
      স্বচ্ছ তোমার প্রাণ,
পথে তোমার জাগিয়ে তুলুক
      আনন্দময় গান।
সম্মুখেতে চলবে যত
      পূর্ণ হবে নদীর মতো,
দুই কূলেতে দেবে ভ’রে
      সফলতার দান।

 

   ১৫

 

অস্তরবিরে দিল মেঘমালা
      আপন স্বর্ণরাশি,
উদিত শশীর তরে বাকি রহে
      পাণ্ডুবরন হাসি।