
Published on রবীন্দ্র রচনাবলী (https://www.xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
খাপছাড়া - উৎসর্গ, ২
খাপছাড়া
চতুর্মুখের চেলা কবিটিরে বলিলে
তোমরা যতই হাস, রবে সেটা দলিলে।
দেখাবে সৃষ্টি নিয়ে খেলে বটে কল্পনা,
অনাসৃষ্টিতে তবু ঝোঁকটাও অল্প না।
[ শান্তিনিকেতন ]
৩ ভাদ্র ১৩৪৩ রবীন্দ্রনাথ ঠাকুর