
Published on রবীন্দ্র রচনাবলী (https://www.xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
খাপছাড়া - ৮
৮
পাখিওয়ালা বলে, ‘ এটা
কালোরঙ চন্দনা। '
পানুলাল হালদার
বলে, ‘ আমি অন্ধ না —
কাক ওটা নিশ্চিত,
হরিনাম ঠোঁটে নাই। '
পাখিওয়ালা বলে, ‘ বুলি
ভালো করে ফোটে নাই —
পারে না বলিতে 'বাবা',
'কাকা' নামে বন্দনা। '