Published on রবীন্দ্র রচনাবলী (https://www.xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


প্রেম ও প্রকৃতি, ১৩
প্রেম ও প্রকৃতি
১৩
     হৃদয়ের মণি আদরিনী মোর,   আয় লো কাছে আয়।
     মিশাবি জোছনাহাসি   রাশি রাশি   মৃদু মধু জোছনায়।
        মলয় কপোল চুমে   ঢলিয়া পড়িছে ঘুমে,
        কপোলে নয়নে   জোছনা মরিয়া যায়।
        যমুনালহরীগুলি    চরণে কাঁদিতে চায়॥